ফিটনেসে অনন্য উচ্চতায় তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিজেকে আরও একধাপ উপরে নিয়ে গিয়েছেন তামিম ইকবাল। ফিটনেসে উন্নতি করে আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পূর্বে নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন এই ওপেনার। সম্প্রতি ফিটনেস পরীক্ষায় বিপ টেস্টে ১২.১ পয়েন্ট পেয়েছেন তিনি।
বিপ টেস্টের ফলাফলই বলে দিচ্ছে নিজের ফিটনেস নিয়ে বাড়তি কাজ করেছেন তামিম। ইংল্যান্ড বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজে নিজের সেরাটা দিতে না পারা এই ওপেনার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছুটি নিয়েছিলেন।
জানা গিয়েছে, ছুটিতে থাকাকালীণ থাইল্যান্ডে ফিটনেস ইস্যুতে বাড়তি সময় দিয়েছেন তামিম। দেড় মাসে পরিশ্রম করে ওজন কমিয়েছেন প্রায় সাড়ে পাঁচ কেজি। এই কারণেই বিপ টেস্টে এমন ফলাফল এসেছে তার।
মূলত ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং সতীর্থ মুশফিকুর রহিমের ফিটনেস থেকেই অনুপ্রেনিত তামিম। সেই সঙ্গে ২০১৫ সালের বিশ্বকাপের আগে সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহের পরামর্শে একবার ফিটনেস নিয়ে কাজ করেছিলেন এই ওপেনার। এর ফলাফলও দারুণভাবে পেয়েছিলেন তিনি।

এছাড়া এবারের জাতীয় লিগে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে বিসিবি। ১১ পয়েন্ট না পেলে জাতীয় লিগে অংশ নিতে পারবেন না কোনো খেলোয়াড়, এমন নিয়ম বেঁধে দিয়েছে বিসিবি।
গেল মৌসুমে যা ছিল ৯। ২ পয়েন্ট বাড়িয়ে দেয়ার দেশের সব ক্রিকেটারই এখন ফিটনেস নিয়ে বাড়তি কাজ করছেন। এর পেছনে মূল কারণ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এই প্রটিয়া।
ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে পাপনের কাছে ডমিঙ্গো অভিযোগের সুরে বলেছেন, 'এটা কি ধরণের ফিটনেস তোমাদের খেলোয়াড়দের!' বিসিবি পরিচালক জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসের করুণ হালে অসন্তুষ্ট তিনিও।
ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে পাপনের কাছে ডমিঙ্গো অভিযোগের সুরে বলেছেন, 'এটা কি ধরণের ফিটনেস তোমাদের খেলোয়াড়দের!' বিসিবি পরিচালক জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসের করুণ হালে অসন্তুষ্ট তিনিও।
ফিটনেসের নতুন মাপকাঠি ইস্যুতে পাপনের বক্তব্য, 'এখন হঠাৎ করে তো আর বাড়াতে পারবো না। ১৩ তে যেতে পারছি না। তাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা যদি নিচের থেকে মানে যেখান থেকে খেলোয়াড়গুলো উঠে আসে সেখানে যদি লেভেলটা ঠিক না করি, এত কম রাখি তাহলে এই নয়-দশই তো আসবে জাতীয় দলে।'
'সেকারণে চেষ্টা করা হচ্ছে। আমি আজকে পত্রপত্রিকায় দেখেছি এটি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন এসেছে। আমরা বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। এটাতে সবারই নজর দিতে হবে। আমি মনে করি যে আমাদের দলের ফিটনেস অবশ্যই উন্নতি করতে হবে।' যোগ করেছেন বিসিবি সভাপতি।
আগামী ১০ অক্টোবর মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আসন্ন এই টুর্নামেন্টের আগে ক্রিকেটাররা ফিটনেসের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তামিম ইকবালের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদও প্রতিনিয়ত জিম সেশনের পাশাপাশি মিরপুরের অ্যাকাডেমি মাঠে নিজেকে ঝালাই করে নিচ্ছেন।