promotional_ad

ডাবল লিগ পদ্ধতিতে এবারের জাতীয় লিগ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসর শুরু হচ্ছে ১০ অক্টোবর। আসন্ন এই আসরে ম্যাচ হবে মোট ৪টি ভেন্যুতে। গত আসরে মোট ৮টি ভেন্যুতে আয়োজন করা হয়েছিল জাতীয় লিগ।


ভেন্যু কমে যাওয়ায় এবার ডাবল লিগ পদ্ধতিতে আয়োজন করা হবে জাতীয় ক্রিকেট লিগ। এর ফলে একেক দলের জন্য ভেন্যুগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজন করা হবে। এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তিনি বলেছেন,  'এবারের আসরে ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে সব ভেন্যুতে খেলা হয়। যেহেতু আমাদের সব ভেন্যুতে খেলা হয়না আমরা ডাবল লিগ পদ্ধতিতে আয়োজন করা হবে। কোনটা কারো জন্য হোম এবং কারো জন্য অ্যাওয়ে হবে।'


জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের ভেন্যু করা হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জাম স্টেডিয়াম এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে।


এ প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেছেন, 'আমরা চারটা ভেন্যুতে খেলা আয়োজন করব। এবারের আসরে খেলা হবে, ফতুল্লা, মিরপুর, রাজশাহী এবং খুলনাতে।'



জাতীয় লিগের ভেন্যু তালিকা থেকে এবার বাদ পড়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রংপুরের ক্রিকেট গার্ডেন, সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball