promotional_ad

বিপিএলে প্রতি দলে লেগ স্পিনার বাধ্যতামূলক

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখনই নিজেদের পরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের লেগ স্পিনার খরা কাটাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সব দলে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করতে চলেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।


বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, লেগ স্পিনারের ঘাটতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা। দেশি লেগ স্পিনারদের সঙ্গে বিদেশি লেগ স্পিনাররাও সুযোগ পাবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের লেগ স্পিনার কিছু ঘাটতি আছে। আমরা লেগ স্পিনে স্বাচ্ছন্দবোধ করিনে ব্যাটিংয়ে। এ কারণে সব দলে একজন করে লেগ স্পিনার থাকবে। আমাদের দেশে যে কজন আছে তারাও থাকবে।'


বাংলাদেশের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন মনে করেন, এটি দেশীয় লেগ স্পিনারদের জন্য বড় একটি সুযোগ। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে লেগ স্পিনারদের পাশাপাশি স্থানীয় ব্যাটসম্যানরাও সুবিধা পাবেন বলে মনে করেন তিনি।


এ প্রসঙ্গে লিখন ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'আমাদের দেশীয় স্পিনাররা আছি যদি খেলতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। ব্যাটসম্যানদের জন্যও ভালো হবে। আমাদের ব্যাটসম্যানদের লেগ স্পিনারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলনটা একটু কম হয়। আমরা অন্য দলের লেগ স্পিনারদের বিপক্ষে বেশি আউট হচ্ছি। এটা আমাদের জন্য ভালো হবে। আমরাও পারফরম্যান্স দেখাতে পারবো সুযোগ পাবো। এটা হলে সবার জন্যই ভাল হবে।'



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ৬ ডিসেম্বর। এ বছর টুর্নামেন্টটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না। টুর্নামেন্টের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্??্যে এবাররের টুর্নামেন্টটি তাঁকে উৎসর্গ করা হবে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball