বাংলাদেশে বসছে ইমার্জিং এশিয়া কাপ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইমার্জিং এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আট দলের অংশগ্রহণে আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি।
অংশ নিতে যাওয়া আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ওমানকে নিয়ে সাজানো হয়েছে গ্রুপ ‘এ’। স্বাগতিক বাংলাদেশ, ভারত, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে গ্রুপ ‘বি’ তে।
আগামী ১২ নভেম্বর দলগুলো ঢাকায় এসে পৌঁছাবে। গ্রুপ ‘এ’ এর সব খেলা কক্সবাজারে অনুষ্ঠিত হবে, যে কারণে ওই দিনই গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিবে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ওমান। ‘বি’ গ্রুপের সবগুলো ম্যাচ ঢাকার বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।

চারটি ভেন্যুতে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে। প্রতিটি ম্যাচ সকাল ৯টায় শুরু হবে। ১৪ নভেম্বর কক্সবাজারের একাডেমী মাঠে শ্রীলঙ্কা-ওমান এবং মূল মাঠে পাকিস্তান-আফগানিস্তান লড়াইয়ে নামবে। একই দিন বিকেএসপির ৩ নম্বর মাঠে ভারত-আরব আমিরাত এবং ৪ নম্বর মাঠে বাংলাদেশ-হংকং মুখোমুখি হবে।
একদিনের বিরতি শেষে ১৬ নভেম্বর আবারো মাঠের লড়াইয়ে নামবে দলগুলো। এদিন কক্সবাজারের মূল মাঠে খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান এবং একাডেমী মাঠে লড়বে আফগানিস্তান-ওমান। বিকেএসপির ৩ নম্বর মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ এবং ৪ নম্বর মাঠে হংকয়ের বিপক্ষে খেলবে আরব আমিরাত।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। কক্সবাজারের একাডেমী মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান এবং মূল মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে ওমান। বিকেএসপির ৪ নম্বর মাঠে ভারত-হংকং এবং ৩ নম্বর মাঠে বাংলাদেশ-আরব আমিরাত মুখোমুখি হবে।
প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনাল খেলবে। ২০ এবং ২১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে এবং দ্বিতীয়তে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে লড়বে ‘এ’ গ্রুপের রানার্স আপ।
এদিন দিনের বিরতি শেষে মিরপুরের হোম অব গ্রাউন্ডে আগামী ২৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ইমার্জিং এশিয়া কাপ।