promotional_ad

সিঙ্গাপুরের ঐতিহাসিক জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে নিজেদের সেরা  জয়ের ইতিহাস গড়েছে সিঙ্গাপুর। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যের কোনো দলকে এই প্রথম হারিয়েছে ক্রিকেটের নবীন এই দল। ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ১৮২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সিঙ্গাপুর।


ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠে রোববার (২৯ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিঙ্গাপুর। ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সিঙ্গাপুরের দুই ওপেনার রোহান রঙ্গরাজন এবং চন্দ্রমোহন।


প্রথম ৬ ওভারে তাঁদের দুইজনের ব্যাট থেকে ৬২ রানের জুটি পায় সিঙ্গাপুর। জিম্বাবুয়ের স্পিনার রায়ান বার্লের এক ওভারেই ফেরেন দুই ওপেনার। ২২ বলে ৩৯ রান করা রোহানের বিদায়ে জুটি ভাঙ্গে তাঁদের। এরপর ফেরেন ১৭ বলে ২৩ রান করা চন্দ্রমোহন।


জোড়া উইকেট হারানো সিঙ্গাপুরকে কিছুটা চেপে ধরে জিম্বাবুয়ের বোলাররা। যদিও বেশিক্ষণ চাপে রাখতে পারেনি সিঙ্গাপুরের ব্যাটসম্যানদের। টিম ডেভিড এবং  মারপ্রিত সিংয়ের ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জিম্বাবুয়ের বোলিং আক্রমণ। ২ চার, ৪ ছক্কায় ২৪ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন ডেভিড। ২৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন মারপ্রিত।



promotional_ad

এরপর দ্রুত উইকেট হারায় সিঙ্গাপুর, ততক্ষণে লড়াই করার দারুণ পুঁজি তুলে নেয় দলটি। ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে দলটি। জিম্বাবুয়ের হয়ে ৩ ওভার বল করে ২৪ রানে ৩ উইকেট নেন রায়ান বার্ল।


জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। তবুও সঠিক দিশায় ছিল দল। রেজিস চাকাভা, শন উইলিয়ামস ও টিনোটেনডা মুতোমবদজির ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে। প্রথম ৬ ওভারে ৬৩ রান তুলে নেয় দলটি। ১৯ বলে ৩ ছয় ও ৬ চারে ৪৮ রান করে ফেরেন চাকাভা। এরপর উইলিয়ামস এবং মুতোমবদজি গড়েন ৭৯ রানের জুটি।


শেষ ৩০ বলে ৪০ রানের প্রয়োজন ছিল জিম্বাবুয়ের, হাতে ছিল ৮ উইকেট। মুতোমবদজি ২৫ বলে ৩২ রান করে আউট হন। এরপর ৩৫ বলে ৫টি করে চার ও ছক্কার সাহায্যে ৬৬ রান করা উইলিয়ামসনের বিদায়ের পরই ছন্দ হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। শেষ ১২ বলে ১৭ রান প্রয়োজন ছিল দলটির, সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচ হারে তারা।


১৭৭ রানে থেমে যায় জিম্বাবুয়ে, ৪ রানের অবিশ্বাস্য জয় পায় সিঙ্গাপুর। বিজয়ী দলের অধিনায়ক আমজাদ মাহবুব ২ উইকেট নেন ২০ রানে। এছাড়া ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন জানাক প্রকাশ।


সংক্ষিপ্ত স্কোরঃ



সিঙ্গাপুরঃ ১৮১/৯, ১৮(১৮) ওভার (ডেভিড ৪১, মারপ্রিত ৪১; বার্ল ৩/২৪)


জিম্বাবুয়েঃ ১৭৭/৭, ১৮(১৮) ওভার (উইলিয়ামস ৬৬, চাকাভা ৪৮; মাহবুব ২/২০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball