promotional_ad

সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স, প্লে অফে বার্বাডোজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট-বলে উজ্জ্বল বাংলাদেশের সাকিব আল হাসান। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের প্লে অফ নিশ্চিতের ম্যাচে বড় ভূমিকা রেখেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সোমবার ড্যারেন স্যামির দলকে ২৪ রানে হারিয়েছেন জনসন চার্লস, হ্যারি গুর্নে, সাকিবরা। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করেছে বার্বাডোজ।


এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বার্বাডোজের অধিনায়ক জেসন হোল্ডার। ইনিংসের শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। প্রথম ওভারেই ওপেনার অ্যালেক্স হেলসকে হারায় বার্বাডোজ। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামেন সাকিব। দলের বিপর্যয়ের নামা সাকিব এ ম্যাচে কিছুটা ধৈর্যশীল ব্যাটিং করেছেন।


সিপিএলে নিজের প্রথম ম্যাচে ২৫ বলে ৩৮ রান করা সাকিব সোমবারের ম্যাচে খেলেন ২১ বলে ২২ রানের ইনিংস। যেখানে দুইটি চারে নিজের ইনিংসকে সাজিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ইনিংসের নবম ওভারে ফাওয়াদ আহমেদের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।


শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান সংগ্রহ করে বার্বাডোজ। দলের হয়ে সর্বোচ্চ রানের ৪৭ রানের ইনিংস খেলেন ওপেনার জনসন চার্লস।



promotional_ad

গত ম্যাচে ১ রানে হেরে প্লে অফের স্বপ্ন ঝুলছিল সাকিবদের। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে যেতে জয় ছাড়া কিছুই ভাবনায় ছিল না বার্বাডোজের। তাই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়ে ১৪২ রানের লক্ষ্যে পৌঁছার আগেই সেন্ট লুসিয়াকে থামিয়ে দেন হেইডেন ওয়ালস, সাকিব, গুর্নেরা।


১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানেই গুঁটিয়ে যায় স্যামির দল। বল হাতে গত ম্যাচের মতো এ ম্যাচেও মিতব্যয়ী ছিলেন সাকিব। চার ওভারে মাত্র ২০ রান দিয়েছেন তিনি। প্রতিপক্ষের মূল্যবান উইকেট কলিন ইনগ্রামকে ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার।


১৭ বলে ২৫ রান নেয়া বিধ্বংসী এই ব্যাটসম্যানকে নিজের দ্বিতীয় স্পেলে সাজঘরে ফেরান তিনি। সাকিবের কাছেই ক্যাচ দিয়ে ফেরেন ইনগ্রাম। তবে বল হাতে বার্বাডোজের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ওয়ালস।


প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়েছেন তিনি। ২৬ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন গুর্নে। তিনি নিয়েছেন ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ



বার্বাডোজ ট্রাইডেন্টসঃ ১৪১/৬, ২০ ওভারে (চার্লস ৪৭, সাকিব ২২; স্যান্টোকি ২/২৫)


সেন্ট লুসিয়া জুকসঃ ১১৭ অলআউট, ১৮.৪ ওভারে ( ইনগ্রাম ২৫, ভিজোয়েন ২২; ওয়ালস ৪/২৬, সাকিব ১/২০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball