ইংল্যান্ড পাঠানো হবে সাইফউদ্দিনের স্ক্যান রিপোর্ট

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের আগে থেকে পিঠের চোটে ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই চোটের কারণে প্রায়ই মাঠের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডারকে। সাইফউদ্দিনের চোটের স্থায়ী সমাধানের জন্য এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাইফউদ্দিনের চোটের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে বিসিবি। প্রয়োজনে তাঁকে ইংল্যান্ডে পাঠানো হবে। তবে এর আগে সাইফউদ্দিনের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ইংল্যান্ডে পাঠাবে বিসিবি।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন, ‘পরশু সাইফউদ্দিনের সিটি স্ক্যান করে আমরা ইংল্যান্ড পাঠাব। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ সাইফউদ্দিন। কিন্তু কয়েক ম্যাচ খেলেই ছিটকে যাচ্ছেন ডানহাতি এই পেসার। সাইফউদ্দিনের ইনজুরির ধরন এবং গতি প্রকৃতি ধরতে পারছেন না দেশীয় চিকিৎসকরা। এ কারণেই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছে বিসিবি।
চিকিৎসকের পরামর্শের পর প্রয়োজনে সাইফদ্দিনকে ইংল্যান্ড পাঠাবে বিসিবি। প্রয়োজন হলে সেখানেই এই পেস বোলিং অলরাউন্ডারের অস্ত্রোপচার করানো হবে। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ।