promotional_ad

অবৈধ হয়ে যেতে পারে শাস্ত্রীর নিয়োগ

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


কিছুদিন আগেই ভারতের কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। তবে তাঁর নিয়োগ অবৈধ হয়ে যেতে পারে, এমনটাই শঙ্কা তৈরি হয়েছে। এমনটা হলে আবারও নতুন করে নিয়োগ দিতে হবে শাস্ত্রীকে।


ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত ক্রিকেট এডভাইজরি কমিটির (সিএসি) সুপারিশ অনুযায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল শাস্ত্রীকে। এবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এথিক্স অফিসার ডি কে জৈন জানিয়েছেন এই সিএসির বিরুদ্ধেই স্বার্থের সংঘাতের অভিযোগ রয়েছে।



promotional_ad

এই কারণে অবৈধ হয়ে যেতে পারে শাস্ত্রীর নিয়োগপত্রটি। এরই মধ্যে সিএসির তিন সদস্য কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে।


আগামী ১০ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে সিএসির তিন সদস্যকে। তদন্তের পর যদি সত্যিই স্বার্থের সংঘাতের প্রমাণ পাওয়া যায় তবে শাস্ত্রীর নিয়োগ অবৈধ বলে গণ্য হবে। সেক্ষেত্রে নতুন করে নিয়োগ দিতে হবে শাস্ত্রীকে।


এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘যেই কমিটির মাধ্যমে হেড কোচ নিয়োগ দেয়া হয়েছে, সেই কমিটির মধ্যেই যদি স্বার্থের সংঘাত থেকে থাকে- তাহলে অবশ্যই হেড কোচ হিসেবে শাস্ত্রীর নিয়োগ পদ্ধতি আবারও করতে হবে।'



তিনি আরও বলেন, 'এ ক্ষেত্রে নতুন সিএসি গঠন করা হবে এবং হেড কোচ নিয়োগের সকল কাজ পুনরায় শুরু করতে হবে। কেননা বোর্ডের সংবিধানের নতুন ধারায় স্পষ্টত উল্লেখ করা আছে শুধুমাত্র সিএসিই পারবে ভারতের নতুন কোচ নিয়োগ দিতে।’


শাস্ত্রীর মতো এই সমস্যায় পড়তে পারেন ভারতীয় নারী দলের প্রধান কোচ উরকেরি রমন। তাকেও নিয়োগ দিয়েছিল কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball