promotional_ad

কিউই যুবাদের উড়িয়ে দিল আকবরবাহিনী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-দল। রবিবার লিঙ্কনের বার্ট সুটক্লিফ ওভালে কিউই যুবাদের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ৬৮ বল হাতে রেখেই টপকে যায় আকবর আলীর দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশের যুবারা। 


ম্যাচটিতে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আরএ মারিউ। এরপর খেলতে নেমে আকবরদের তোপের মুখে পড়ে তারা। শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শামিম হোসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে একেবারে দিশেহারা হয়ে পড়ে কিউই যুবারা। 


এই তিন বোলারের তান্ডবে ২ ওভার বাকি থাকতেই মাত্র ১৭৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। শরিফুল ৯ ওভারে মাত্র ৪৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। মৃত্যুঞ্জয়ের বোলিং ছিল আরো ক্ষুরধার। ৯ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনিও। আর শামিম হোসেন ৪২ রানে নেন ২ উইকেট। 


promotional_ad

বাংলাদেশের যুবাদের অসাধারণ বোলিংয়ে সর্বোচ্চ ৪০ রান করতে পেরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে পোমের। এছাড়াও ওজে হোয়াইট ৩০, সিএল অ্যানসেল ২৪ এবং এফ এফ লেলমান ২১ রান করেন। 


১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪১ রানের মাথায় ২ উইকেট হারালেও অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপদে পড়তে হয়নি বাংলাদেশের যুবাদের। ৬১ বলে ৬৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন এই তরুণ। 


আকবরের সঙ্গী হিসেবে ২৪ রানে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন। এছাড়াও তানজিদ হাসান এবং মাহমুদুল হাসান জয় প্রত্যেকে ২৮ রানের ইনিংস খেলেন। কিউই যুবাদের পক্ষে ২টি উইকেট পান জে এম তাস্কঅফ। 


সংক্ষিপ্ত স্কোরঃ


নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ১৭৬/১০ (৪৮ ওভার) (পোমের-৪০, অ্যানসেল-২৪; মৃত্যুঞ্জয়-৩/২১, শরিফুল-৩/৪৪)


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ১৮০/৪ (৩৮.৪ ওভার) (আকবর-৬৫*, তানজিদ-২৮; তাস্কঅফ-২/ ৩৭, জ্যাকসন-১/৪০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball