promotional_ad

মুমিনুলদের ম্যাচের সূচি-ভেন্যু বদলেও লাভ হলো না

ছবিঃ এসএলসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ চারদিনের ম্যাচ দিয়ে ২৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। ম্যাচটি বাতিল না করে ভেন্যু বদলে আবারও আয়োজনের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।


হাম্বানটোটায় শনিবার (২৮ সেপ্টেম্বর) চারদিনের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখানেও বৃষ্টি বাধা। টানা বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।



promotional_ad

মূলত কাটুয়াঙ্কের ভেন্যুতে আগামী কয়েকদিনও বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকায় বদলে ফেলা হয় ভেন্যু। তবে ভেন্যু বদল করলেও বৃষ্টি পিছু ছাড়েনি। প্রথম দিন ভেসে যাওয়ায় ম্যাচটি কার্যত তিনদিনের ম্যাচে পরিণত হয়েছে।


সিরিজের শেষ ওয়ানডে ছাড়া সবগুলো ম্যাচই এই হাম্বানটোটায় আয়োজন করা হবে। সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে ৪ অক্টোবর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ৯ ও ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।


১২ অক্টোবর শেষ ওয়ানডে ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের পরখ করতে ইতোমধ্যে শ্রীলঙ্কায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball