মিসবাহর চাপ কমানোর পথ খুঁজছে পিসিবি

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নির্বাচক কমিটির জন্য সমন্বয়ক নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে পিসিবি। মূলত পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের ওপর থেকে চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
মিসবাহকে একাধারে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ পিসিবির কাছে প্রশ্ন রেখেছিলেন কীভাবে প্রথম শ্রেণির ম্যাচ না দেখে দল নির্বাচন করবেন মিসবাহ। এ ছাড়া অনেক সাবেক ক্রিকেটারই মিসবাহর দুই পদে থাকার বিরোধিতা করেছেন।

এবার সমালোচকদের দেখানো পথেই হাঁটতে চলেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, সমন্বয়ক এমন একটি ভূমিকা পালন করবেন, যা নির্বাচকদের সঙ্গে অন্যান্য নির্বাচকদের সম্পর্কে মেলবন্ধন তৈরি করবে।
সমন্বয়কের কাজ হবে প্রথম শ্রেণির ম্যাচ দেখা। হাই পারফরম্যান্স দল পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা। এ ছাড়া প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে জাতীয় দলের পাইপলাইনে নিয়ে আসার জন্য কাজ করবেন সেই সমন্বয়ক। মূলত এই কাজগুলোই করে থাকেন প্রধান নির্বাচক।
সমন্বয়ক পদের জন্য লেভেল কোচিংয়ের অভিজ্ঞতা থাকা অবশ্যক বলে জানিয়েছে পিসিবি। সেই সঙ্গে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটার হতে হবে সেই সমন্বয়কারীকে।