promotional_ad

ক্রিকেটে ফিরলেন আজহারউদ্দিন

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ক্রিকেটে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। দীর্ঘ সময় ক্রিকেট থেকে নির্বাসিত থাকার পর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে ফিরেছেন তিনি।


খেলোয়াড় জীবনে পাওয়া নিষেধাজ্ঞা শেষে এবারই প্রথমবারের মতো ভারতের ক্রিকেটে সংযুক্ত হলেন আজহারউদ্দিন। এবার ক্রিকেটে ফিরে ভারতের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন এখন তাঁর ধ্যান জ্ঞান সবকিছুতেই রয়েছে ক্রিকেট। হায়দরাবাদের ক্রিকেটকে তিনি আবারও জাগিয়ে তুলতে চান।



promotional_ad

এ প্রসঙ্গে আজহারউদ্দিন বলেন, ‘এই মুহূর্তে আমার মাথায় শুধু তিনটি বিষয় ঘুরছে- ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট। আমরা নতুন করে সব কাঠামো দাঁড় করাবো, সব কিছু নতুন করে ঘুরে দাঁড়াবে। সদস্যরা তাদের কাজ করছে, ‍এবার আমি শুরু করব। জানি সহজ হবে না, কিন্তু গত তিন বছর ধরে খেলাটি যেভাবে ভুগছে, সেখান থেকে বের করে আনতে নিজের সেরাটা উজাড় করে দেবো।’


ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০০০ সালে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হন আজহারউদ্দিন। শুরু থেকেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তিনি। ২০১২ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তার নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করে।


ফলে ভারতের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পথ খুলে যায় তাঁর। ২০১৭ সালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে দাঁড়ান তিনি। তবে সেবার তাঁর মনোনয়ন বাতিল করে সংস্থাটি। এবার দ্বিতীয়বারের মতো ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতেছেন আজহারউদ্দিন। 



আবারও ভারতীয় ক্রিকেটে ফেরা আজহারউদ্দিন স্মৃতিকাতর হয়ে বলেছেন, ‘ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য আমি ১৫ বছর কঠোর পরিশ্রম করেছিলাম। এরপর যখন প্রথম টেস্ট খেলতে নামলাম, ভীষণ নার্ভাস ছিলাম। আর এখানে (হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি) আমরা দলীয়ভাবে কাজ করব। আমার বিশ্বাস আমরা আমাদের কাজে সফল হবো।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball