কোহলিকে গাঙ্গুলির পরামর্শ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সীমিত ওভারের স্কোয়াডে কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহালকে অন্তর্ভুক্ত করার জন্য বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
এই দুই স্পিনারকে ছাড়াই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে ভারত। মূলত অস্ট্রেলিয়ার অনুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি দলে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারত। এ কারণেই বাদ পড়েছেন চায়নাম্যান বোলার কুলদীপ এবং লেগ স্পিনার চাহাল।

দুই রিস্ট স্পিনারকে দলে ফেরানো প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘এটা ভালো দল কিন্তু বিরাটের উচিত দুই রিস্ট স্পিনারকে দলে নেয়া। আমি আশা করি যুবেন্দ্র চাহালকে বিশ্রাম দেয়া যেতে পারে অন্যদের সুযোগ দিতে। অন্যথায় তাঁর টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের দল থেকে বাদ পড়ার কারণ নেই।’
ভারতের স্কোয়াডে রবীন্দ্র জাদেজা এবং ক্রুনাল পান্ডিয়ার মতো বাঁহাতি স্পিনার দরকার নেই বলে মনে করেন গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে স্পিন বান্ধব উইকেট বানানোর পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার।
‘ভারতের দুজন বাঁহাতি স্পিনারের দরকার নেই (রবীন্দ্র জাদেজা এবং ক্রুনাল পান্ডিয়া)। টেস্ট সিরিজ নিকটেই, আশা করছি ভারত ভালো এবং বেশি টার্ন পাওয়া যাবে এমন পিচ প্রস্তুত করবে। যদিও যেকোনো উইকেটেই ভারত ভালো দল।’
কুলদীপ এবং চাহালের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটারদেরও সুযোগ দেয়া উচিত মনে করেন গাঙ্গুলি। ভারত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই একটি ভারসাম্যপূর্ণ দল হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদী সাবেক এই ভারতীয় ক্রিকেটার।