promotional_ad

হুট করে বিপ টেস্ট নেয়ার বিপক্ষে শরিফ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন জাতীয় ক্রিকেট লিগে খেলতে হলে বিপ টেস্টে ১১ নম্বর পেতে হবে খেলোয়াড়দের। যদিও গত আসরে বিপ টেস্টের পাস মার্ক ছিল ৯। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হঠাৎ নেয়া এমন সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মোহাম্মদ শরিফ। 


৩৩ বছর বয়সী ডানহাতি এই পেসারের মতে বিপ টেস্টে পাস মার্কের বিষয়টি আরো আগে জানালে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারতেন ক্রিকেটাররা। সময় না থাকায় জাতীয় ক্রিকেট লিগের আগে বিপ টেস্ট নিয়ে বেশ চিন্তায় গেছেন শরিফসহ জাতীয় দলের বাইরে থাকা অনেক খেলোয়াড়। 



promotional_ad

২০০৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা শরিফ বিপ টেস্ট প্রসঙ্গে বলেন, ‘হুট করে বিপ টেস্টে এমন পয়েন্ট পাওয়া আমাদের খেলোয়াড়দের জন্য একটু কঠিন হবে। আমাদের যদি এই পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা থাকে তাহলে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের আরও এক মাস আগে থেকে প্রস্তুতি নেয়ার সুযোগ দেয়া উচিত। হঠাৎ করে এক সপ্তাহ আগে কিংবা দশ দিন আগে বললে অনেকের জন্য কষ্ট হতে পারে।’


বিপ টেস্টের আগে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের অন্তত এক মাস সুযোগ দেয়া উচিত বলে মনে করেন শরিফ। এক্ষেত্রে বিভাগগুলোকে ভাগ করে এক সঙ্গে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন তিনি। 


শরিফ বলেন, ‘আমার মনে হয় যারা ঘরোয়া ক্রিকেট খেলে কিংবা জাতীয় দলের বাইরে আছে, তাদেরকে এক মাস আগে থেকে প্রস্তুতি নেয়ার সুযোগ করে দেয়া উচিত। বিভাগগুলোকে ভাগ করে দেয়া উচিত এবং ইনফর্ম করা উচিত নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিতে। বলে দেয়া উচিত, ম্যাচের এক সপ্তাহ আগে কিংবা দশ আগে টেস্ট নেয়া হবে। সে ক্ষেত্রে আমাদের সব বিভাগের খেলোয়াড়রা এক সঙ্গে প্রস্তুতি নিতে পারত।’



আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে জাতীয় লিগের ২১তম আসর। সামনে ভারত সফর থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ক্রিকেটারদের এই লিগে অংশগ্রহণ অনেকটা বাধ্যতামূলক করেছে। তবে এর আগে বিপ টেস্টে কমপক্ষে ১১ পেতে হবে সব ক্রিকেটারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball