তামিম-মুশফিকরা জৌলুস বাড়াচ্ছেন এনসিএলের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা অংশ নিতে যাচ্ছেন আসন্ন এই টুর্নামেন্টে। যা ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টটিকে আরও জমজমাট করে তুলবে বলে বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
সর্বশেষ ২০১৫ সালে জাতীয় লিগ খেলেছেন তামিম এবং মাহমুদউল্লাহ। সে সময় তামিম চট্টগ্রাম এবং মাহমুদউল্লাহ রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন। ২০১৭ সালে মুশফিক রাজশাহী বিভাগের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন।

গত বছর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অংশ নিয়েছিলেন মাহমুদউল্লাহ এবং মুশফিক।
ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিতে ক্রিকেটারদের জন্য জাতীয় লিগ উপযুক্ত মঞ্চ হিসেবে কাজ করতে পারে। বিরাট কোহলির দলের বিপক্ষে টেস্ট দিয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই ঘোষণা দেয়া হয়েছে, যারা ভারতের বিপক্ষে শুধুমাত্র টেস্ট সিরিজ খেলবে তাদের জাতীয় লিগের প্রথম তিন রাউন্ড খেলতে হবে। আর টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রথম দুই রাউন্ডে অংশ নিতে হবে।
আগামী নভেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। দিল্লিতে ৩ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি।
সচরাচর বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘরোয়া টুর্নামেন্টগুলো এড়িয়ে চলেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। কিন্তু জানা গেছে, লাল বলের প্রস্তুতিতে এবারের জাতীয় লিগে অংশ নিতে ক্রিকেটাররেই আগ্রহ দেখিয়েছেন।।