promotional_ad

দ্বিতীয় সুযোগ দেয়া হবে, বিশ্বাস আরাফাত সানির

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপ টেস্টে পাশ না করলে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা, এমন নিয়মে গত বছর থেকে চলছে ঘরোয়া টুর্নামেন্ট। এবারের আসরের জন্য বিপ টেস্টের মাপকাঠি আরও বাড়িয়ে দেয়া হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক সিনিয়র ক্রিকেটাররা। তবে চিন্তিত নন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।


কারণ তাঁর বিশ্বাস, গত আসরের মতো এবারও বিপ টেস্টে দ্বিতীয় সুযোগ থাকবে। ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মতো বিপ টেস্টের ব্যবস্থা করা হয়। সেখানে টেস্টের মানদণ্ড ধরা হয় ৯, এবার সেটা বাড়িয়ে ১১ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



promotional_ad

বিপ টেস্টে ১১ না পেলে এনসিএলে খেলার সুযোগ থাকবে না ক্রিকেটারদের। তবে সানি জানিয়েছেন, প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার চেষ্টার সুযোগ রাখবে বোর্ড।


শনিবার মিরপুরে সাংবাদিকদের সানি বলেছেন, 'বিপ টেস্ট যখন প্রথম নেয়, তখন যারা ৯ পার করতে পারেনি তারা কিন্তু আবার দিয়েছিল। তারা আবার বিপ টেস্ট দিয়ে পাশ করার পর খেলেছে। একটা তারিখ নির্ধারণ করা হচ্ছে বিপ টেস্টের জন্য।‘


‘অক্টোবরের এক বা দুই তারিখ। আমাদের সুযোগ কিন্তু রয়ে যাচ্ছে। শেষ বছরে এমন হয়েছে। আপনারা জানেন কিনা জানি না। এনসিএল শুরুর আগে বিপ টেস্টে যারা বাদ পড়েছে, পরে তারা আবার ফিটনেস টেস্ট দিয়ে দলে জায়গা করে নিয়েছে। এবারও এমন হতে পারে। প্রথমবার আমি যদি ১১ না পাই, দুই দিন পর যদি পাশ করি। তাহলে অবশ্যই আমি খেলতে পারব।' যোগ করেছেন ৭৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা এই অভিজ্ঞ স্পিনার।



আগামী ১ অথবা ২ অক্টোবর বিপ টেস্ট দেবে জাতীয় লিগে অংশ নিতে যাওয়া ক্রিকেটাররা। আসন্ন এই টুর্নামেন্টে সুযোগ পেতে অনুশীলনে ব্যস্থ সময় কাটাচ্ছেন তারা। এবারের এনসিএলে অংশ নেবেন দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। বিপ টেস্টের পথ তাঁদেরও পার করে আসতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball