promotional_ad

টি-টোয়েন্টির নেতৃত্বে কোহলির বদলি চান যুবরাজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব করে যাচ্ছেন বিরাট কোহলি। এই জায়গায় বদল দেখতে চান ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। নতুন কাউকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে চাচ্ছেন তিনি।


একাধারে তিন ফরম্যাটে নেতৃত্ব দেয়া কোহলির কাছে বোঝা মনে হতে পারে। বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের ওপর চাপ কমাতে অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মাকে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে দেখতে চান সাবেক এই অলরাউন্ডার।



promotional_ad

যুবরাজের মতে, ‘আগে দুই ধরনের ক্রিকেটই শুধু খেলা হতো, টেস্ট এবং ওয়ানডে। এখন সঙ্গে প্রচুর টি-টোয়েন্টি ম্যাচও খেলতে হচ্ছে। যদি বিরাটের ওপর অতিরিক্ত বোঝা তৈরি হয়ে যাচ্ছে মনে হয়, তা হলে ২০ ওভারের ক্রিকেটের জন্য অন্য কারো নাম ভাবা যেতে পারে।‘


‘রোহিত টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে খুবই সফল। তবে টিম ম্যানেজমেন্টই ঠিক করে বলতে পারবে বিরাটের ওপরে অতিরিক্ত বোঝা আদৌ তৈরি হচ্ছে কি না।‘ যোগ করেছেন ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া যুবরাজ।


২০ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বেশ সফল ভারতীয় অভিজ্ঞ ওপেনার রোহিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর নেতৃত্বে তিনবার শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স।



জাতীয় দলের হয়েও বেশ সফল তিনি। কোহলির অবর্তমানে ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা জিতিয়েছিলেন রোহিত। এছাড়া গত এশিয়া কাপে রোহিতের নেতৃত্বে ট্রফি জিতে নেয় ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball