promotional_ad

ক্লুজনারকে বেছে নিল আফগানিস্তান

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ল্যান্স ক্লুজনারকে। আফগান কোচের জন্য ৫০ পদপার্থীর মধ্যে থেকে বেঁছে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে।


নভেম্বরে ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে আফগানিস্তান। ওই সিরিজেই দলের দায়িত্ব নেবেন ক্লুজনার। ক্লুজনারের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী লুতফুল্লাহ স্টানিকজাই।



promotional_ad

তিনি বলেন, 'ক্লুজনার ক্রিকেটবিশ্বে নামীদামী একটি নাম। কোচ এবং ক্রিকেটার হিসেবে তাঁর অভিজ্ঞতা অনেক। তাঁর এই অভিজ্ঞতা থেকে আমাদের ক্রিকেটাররা শিখবে এটা দেখতেই দারুণ লাগবে।'


এদিকে আফগানদের প্রধান কোচ হওয়ায় আনন্দিত ক্লুজনারও। তিনি বলেন, 'কিছু প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে আমি কাজ করব এটা ভাবতেই ভালো লাগছে অনেক। আফগানিস্তান কেমন ভয়ডরহীন ক্রিকেট খেলে সেটা সবাই জানে।


তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের সেরা একটি দলে পরিণত হবে বলে আমি আশাবাদী। ওদের ওপর আমার আত্মবিশ্বাস আছে। আফগানদের ক্রিকেটকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি।'



আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে ছিলেন ক্লুজনার। বিপিএলে রাজশাহী কিংসের কোচ ছিলেন তিনি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের ব্যাটিং কোচ, জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট একাডেমীতেও কোচিং করিয়েছেন নিজ সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball