promotional_ad

দুঃসময়ে ভারতকে পাশে পাচ্ছে না জিম্বাবুয়ে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছরের জানুয়ারিতে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকায় তাদের এই সফর বাতিল করেছে ভারত। জিম্বাবুয়ের পরিবর্তে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। এরই মধ্যে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। 


বেশ কিছুদিন থেকেই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট। সরকারী হস্তক্ষেপের অভিযোগে চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


নিষেধাজ্ঞা সত্ত্বেও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দুঃসময়ে বিসিবি সাহায্যের হাত বাড়িয়ে দিলেও পাশে দাঁড়াচ্ছে না ভারত। 



promotional_ad

সফরটি বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই বেশ হতাশ জিম্বাবুয়ে দলের সদস্যরা। দলটির কোচ লালচাঁদ রাজপুত জানান বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে যাওয়ার পর ভারতে খেলার ব্যাপারেও আশাবাদী ছিলেন তারা।


রাজপুত বলেন, 'আমরা এখন একটি ত্রিদেশীয় সিরিজে খেলছি। আর এ কারণেই আমরা ভেবেছিলাম, ভারত সফরের ব্যাপারটি চলমান আছে। তবে আমরা জানি না ঠিক কি ঘটেছে। ছেলেরা ভারত সফরের দিকে তাকিয়ে ছিল। স্বাভাবিকভাবে আমাদের ছেলেরা এই ঘটনায় হতাশ।'


বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল ভারতের বিপক্ষে খেলতে পারলে নিজেদের আরো পরিপক্ব করার সুযোগ পাওয়া যেত বলে মনে করেন রাজপুত। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়াতে মনঃক্ষুণ্ণ ভারতের সাবেক এই ক্রিকেটার।


তিনি বলেন, 'বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলা আমাদের ছেলেদের খুব সহায়তা করতো। এই মুহূর্তে ভারতের বোলিং ইউনিট বিশ্ব সেরা। তাদের বিপক্ষে খেলা অবশ্যই আমাদের সহায়তা করতো। এই সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়া খুব দুর্ভাগ্যজনক।'



এর আগে আইসিসির এফটিপি অনুযায়ী মার্চে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু বিসিসিআই সেই সিরিজটি আয়োজনে অপারগ থাকায় শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি সেটা। এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার খড়গ থাকায় টি-টোয়েন্টি সিরিজটিও খেলা হচ্ছে না ব্রেন্ডন টেলর, কাইল জার্ভিসদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball