বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত বুমরাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজে দলের ফ্রন্ট লাইন পেসার জাসপ্রিত বুমরাহকে বিরাট কোহলির দল। ভারতের টিম ম্যানেজমেন্টের একটি সূত্র এমনই জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত টেস্ট সিরিজে ইনজুরির কবলে পড়েন ২৫ বছর বয়সী বুমরাহ। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় সিরিজ থেকেই ছিটকে পড়তে হয় তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ফিরলেও দলের তারকা এই পেসারকে বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দিতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন বুমরাহ।

ভারত ক্রিকেট দলের সূত্র বলেছে, ‘টিম ম্যানেজমেন্ট যথেষ্ট বিচক্ষণ এবং তারা কোনো প্রকার শর্টকার্ট চায় না। পরিপূর্ণ একটি পুনর্বাসন প্রক্রিয়া চালাতে চায় তারা এবং খেলোয়াড়দের পূর্ণ ফিট থাকা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সিরিজটি এক্ষেত্রে একটু বেশিই দ্রুত হচ্ছে।’
বুমরাহর দ্রুত ফেরার ব্যাপারে অবশ্য আশাবাদী দলের ফিজিও নিতিন প্যাটেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুমরাহই একমাত্র খেলোয়াড়, যার জন্য ভারত বাজি ধরতে পারে। তার পুনর্বাসন প্রক্রিয়ার প্রতি আমরা লক্ষ্য রাখছি। আশা করি যথা সময়েই সে ফিরে আসবে।’
বিশ্বকাপের পর থেকে টানা ক্রিকেট খেলে আসছেন বুমরাহ। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ছন্দ ধরে রাখতে তাঁকে বিশ্রাম দেয়ার পক্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। দলের এক্স ফ্যাক্টর হিসেবে বিবেচিত এই বোলারকে সময় দেয়ার পক্ষে তিনি।
আগামী ১৪ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।