নতুন সূচিতে মুমিনুলদের ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ২৩ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচ দিয়ে সফর শুরু করার কথা ছিল মুমিনুল হকদের। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। পরেও বৃষ্টির উৎপাত ছিল। যে কারণে পুরো সূচিতে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
পরিত্যক্ত ম্যাচটি ২৮ সেপ্টেম্বর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সঙ্গে ম্যাচের ভেন্যুও পরিবর্তন করা হয়েছে। প্রথম ম্যাচের ভেন্যু কাটুয়াঙ্কে থাকলেও নতুন ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে হাম্বানটোটা।
দ্বিতীয় চারদিনের ম্যাচটিসহ দুটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। আর তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে কলম্বোতে অনুষ্ঠিত হবে। এর আগের সূচি অনুসারে দ্বিতীয় চারদিনের ম্যাচ গলে ৩০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। নতুন সূচিতে ম্যাচটি শুরু হবে আগামী ৪ অক্টোবর।
প্রথম দুটি ওয়ানডে যথাক্রমে ৯ ও ১০ অক্টোবর মাঠে গড়াবে। ১২ অক্টোবর তৃতীয় ওয়ানডে দিয়ে শ্রীলঙ্কা সফর শেষ করবেন মুমিনুল হক, সৌম্য সরকাররা।

বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরের নতুন সূচিঃ
২৮ সেপ্টেম্বর-১ অক্টোবর: প্রথম চারদিনের ম্যাচ, হাম্বানটোটা
৪-৭ অক্টোবর: দ্বিতীয় চারদিনের ম্যাচ, হাম্বানটোটা
৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, হাম্বানটোটা
১০ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, হাম্বানটোটা
১২ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, কলম্বো
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।