promotional_ad

আমি এখানে তবলা বাজাতে বসিনিঃ শাস্ত্রী

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ কিছু দিন ধরে ক্রিকেট থেকে দূরে আছেন ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরিবর্তে উইকেটের পেছনের দায়িত্ব সামলাচ্ছেন তরুণ ঋষভ পান্ত। তবে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারছেন না তিনি।


পান্তের এই বাজে ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ওয়ানডেতে ১০ ইনিংস ব্যাট করে এখনও কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি। টি-টোয়েন্টিতে ১৯ ইনিংসে তাঁর হাফ সেঞ্চুরি মাত্র দুটি। 



promotional_ad

পান্তের এমন পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে তোপ সামলাতে হচ্ছে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীকে। কিন্তু পান্তের ফর্ম নিয়ে প্রশ্ন করায় বেশ খেপেছেন তিনি। ভারতের প্রধান কোচ জানিয়ে দিয়েছেন, অফ ফর্মের ক্রিকেটারদের ফর্মে ফেরানোই তাঁর কাজ। তিনি এখানে তবলা বাজাতে বসেননি।


ক্ষিপ্ত শাস্ত্রী বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের কথা আনছেন কেন? হুট করে অফ ফর্মে চলে যাওয়ার ব্যাপারে কথা বলেছি আমি। যখন কেউ নিজের সেরা ছন্দ খুঁজে পায় না, তাকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব আমার। আমি কি এখানে তবলা বাজাতে বসেছি? পান্ত বিশ্বমানের ক্রিকেটার। যেকোনো সময় প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য রাখে। আমাদের এখন ওকে সাপোর্ট দিয়ে যেতে হবে, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের স্থান শক্ত করতে পারে।’


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) পান্তকে খেলিয়ে যাওয়ার পক্ষে আছে বলে জানিয়েছেন শাস্ত্রী। পান্তের ফর্মে ফেরার জন্য ধৈর্য ধরতে হবে বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পান্তের ওপর পূর্ণ আস্থা আছে টিম ম্যানেজমেন্টের।



শাস্ত্রী বলেন, ‘আপনাদের মিডিয়ায় হয়তো অনেক কিছুই লেখা হয়। তবে দলের মধ্যে পান্ত বেশ দারুণভাবেই আছে। বিশ্লেষকদের কাজ কথা বলা, বিশ্লেষণ করা- সেটাই করছেন। পান্ত বিশেষ ক্রিকেটার এবং এর মধ্যে অনেক কিছু করেও দেখিয়েছে। এখন তার সামনে শেখার সময়। টিম ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা রয়েছে পান্তের ওপর।’


পান্তকে একজন বিশ্বমানের ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করছেন শাস্ত্রী। অদূর ভবিষ্যতে ভারতকে তিনি অনেক ম্যাচ জেতাবেন বলেও আশাবাদী বিরাট কোহলিদের এই কোচ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball