উইকেট নিয়ে ধোঁয়াশায় শুভাগত

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লঙ্গার ভার্সনের সবচেয়ে মর্যাদার আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। প্রতিবারই এই টুর্নামেন্টে ঘাসের উইকেটে খেলা আয়োজনের আশ্বাস দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। যদিও সেই আশ্বাস শেষ পর্যন্ত কোনোবারই রাখতে পারে না বিসিবি।
জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। এই আসর শুরুর আগেও উইকেট নিয়ে ধোঁয়াশায় আছেন ক্রিকেটাররা। বাংলাদেশের অলরাউন্ডার শুভাগত হোম তাই উইকেট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে শুভাগত বলেছেন, ‘আমরা তো প্রতিবারই শুনি যে ঘাসের উইকেটে খেলা হবে। এরপরে শেষ মুহূর্তে গিয়ে দেখি উইকেটে ঘাস থাকে, কিন্তু নরম। আল্টিমেটলি যারা টসে জেতে তাদের সুবিধা থাকে বেশিরভাগ সময়।’
মূলত দেশের মাটিতে স্পিন বান্ধব উইকেটে খেলার কারণে দেশের বাইরে গিয়ে ঘাসের বাউন্সি উইকেটে খেলতে সমস্যা হয় ক্রিকেটারদের। সেই কথা মাথায় রেখেই ঘরোয়া লিগগুলোতে ঘাসের উইকেটে খেলা আয়োজনের পরিকল্পনা করে বিসিবি।
যদিও কোনোবারই সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবার তাই উইকেট শক্ত থাকলেও ঘাস যেন থাকে, এমন আবেদন জানিয়েছেন শুভাগত।
শুভাগতর ভাষ্য, ‘আমাদের কথা হলো উইকেট শক্ত থাক, বাউন্সি থাক কিংবা ঘাস থাক। উইকেটটি যদি শক্ত থাকে, তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হবে।’