একেবারে পিছিয়ে যাইনিঃ নাসির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত বছর অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান অলরাউন্ডার নাসির হোসেন। এমআরআই করানোর পর জানা যায় তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এরপর চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও মাঠে ফেরেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
ইনজুরির কারণে প্রতিনিয়ত লড়াই করতে হলেও খুব বেশি পিছিয়ে পড়েননি বলে বিশ্বাস নাসিরের। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে দেখছেন তিনি।

নাসির বলেন, ‘ইনজুরি আসলে আমার জীবনের বা ক্যারিয়ারের অনেক বড় একটি অংশ। ইনজুরির কারণে হয়তো আমি একটু পিছিয়ে গেছি। কিন্তু বলবো না একেবারে পিছিয়ে গেছি, একটু পিছিয়ে গেছি খেলাধুলা থেকে। আগে যেভাবে চলতো এখন হয়তো বিভিন্ন কারণে সেভাবে চলছিল না। আল্লাহর রহমতে এখন অনেকটা ঠিক আছে। এই মৌসুমটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামালের হয়ে খেললেও চারদিনের ক্রিকেটে অনেক দিন থেকেই অনুপস্থিত নাসির। এবার এনসিএল দিয়ে আবারও এই ফরম্যাটে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে নাসির বলেন, ‘আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার। যদিও সবই আমার হাতে। আমাকে রান করতে হবে। এখানে কিছু টেকনিক্যাল এবং মানসিক ব্যাপার আছে। আমি চেষ্টা করব পারফর্ম করার জন্য। আমি অনেক দিন থেকেই চার দিনের ক্রিকেট খেলি না। আমি অনেক রোমাঞ্চিত যে, চার দিনের ম্যাচ খেলব। চেষ্টা করব অবশ্যই পারফর্ম করার।’
ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে ১৬ ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ ৩১.৪২ গড়ে ৪৪০ রান করেন শেখ জামালের হয়ে খেলা নাসির হোসেন। তবে জাতীয় দলে দীর্ঘদিন আগে খেলেছেন নাসির। গত বছরের জানুয়ারিতে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেন তিনি।