পাঁচ ধাপ এগোলেন সাকিব
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। এই দুর্দান্ত ইনিংসের সুবাদের ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিবের এখন অবস্থান এখন ৩২ নম্বরে। ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে ৯৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সিরিজে সর্বাধিক সংগ্রহের তালিকায় পাঁচে আছেন সাকিব।

ব্যাটিং পারফরম্যান্সের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়েছেন সাকিব। তবে এমন পারফরম্যান্সের পরও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৩৫৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানেই আছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
একধাপ অবনতি হয়েছে বাংলাদেশের আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। চার থেকে পাঁচ নম্বরে নেমে গেছেন তিনি। যদিও সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন মাহমুদউল্লাহ।
চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১২৬ রান। এই সিরিজের সর্বাধিক রান সংগ্রাহক জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ১৩৩ রান করা মাসাকাদজা ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ২২ নম্বরে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন।