promotional_ad

অধিনায়ক খুঁজতে শ্রীলঙ্কায় নান্নু-ডমিঙ্গো?

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় দলের নেতৃত্বে থাকতে আগ্রহী নন সাকিব আল হাসান। গত কিছুদিনের মধ্যে বেশ কয়েকবার এ কথা সংবাদমাধ্যমের সামনে বলেছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।


এরপর থেকেই নতুন অধিনায়ক নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। সাকিব যেহেতু অধিনায়ক হিসেবে থাকতে চাচ্ছেন না, তাই নতুন কাউকে যাচাই-বাছাই করে নিতে চাচ্ছে বিসিবি।



promotional_ad

টেস্টের জন্য অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে মুমিনুল হককে। ধারণা করা হচ্ছে এই বাঁহাতি ব্যাটসম্যানের অধিনায়কত্ব পর্যালোচনা করতেই শ্রীলঙ্কা যাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।


বর্তমানে মুমিনুল হকের নেতৃত্বে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের পুরো সময়টাই বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকবেন ডমিঙ্গো এবং নান্নু। 


শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুমিনুলকে। টেস্ট দলের দায়িত্ব দেয়া হলে নেতা হিসেবেই পারফরম্যান্স করতে চান বলে জানিয়েছিলেন তিনি। নেতৃত্ব পেলে নিজের খেলার প্রতি আরও গুরুত্ব দেবেন বলে আশা ব্যক্ত করেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান।



এ প্রসঙ্গে মুমিনুল বলেছিলেন, ‘ভবিষ্যতে টেস্ট দলের নেতৃত্ব দেয়া সম্পর্কে আমাকে কিছু বলা হয়নি। তবে নেতা হিসেবেই আমি পারফর্ম করার চেষ্টা করব। একই সাথে খেলোয়াড়দের কাছে জবাবদিহি করতে এবং নিজের খেলার প্রতি আরো বেশি গুরুত্ব দিতে চেষ্টা করব।’


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ২২৪ রানের বড় ব্যবধানে হারের পর সাকিব বলেছিলেন, নেতৃত্ব না করতে হলেই তাঁর জন্য ভালো হবে। মূলত টেস্ট অধিনায়কের এই বক্তব্যের পরই নতুন অধিনায়ক নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় ক্রিকেট মহলে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball