ফুটবলারদের আদর্শ মানছেন কোহলি

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ফিটনেস বজায় রাখার ব্যাপারে ক্রিকেটারদের উচিত ফুটবলারদের অনুসরণ করা, এমনটা মনে করছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের মনে করছেন পুষ্টি, বিশ্রাম বা শারীরিক প্রস্তুতি- সবদিকেই ফুটবলাররা অনবদ্য।
বস্তুত আদর্শবান ফুটবলারদের ফিটনেস সারা বিশ্বেই প্রশংসিত। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সেই কথাই যেন মনে করিয়ে দিয়েছেন কোহলি।

তিনি বলেন, 'শৃঙ্খল হতে হলে আমাদের ফুটবলারদের অনুসরণ করা উচিত। ফুটবলারদের ফিটনেস ঠিক ওইরকম যেমনটা মাঠে আপনার প্রয়োজন। পেশাদারিত্বের ক্ষেত্রে ফুটবলাররা বরাবরই আলাদা।
শারীরিক প্রস্তুতি, পুষ্টি বা বিশ্রামের সময়সূচীতে তারা অনবদ্য। তাদের কাছ থেকে শেখার অনেক কিছুই আছে।'
গত একযুগ ধরে ফুটবল বিশ্ব শাসন করছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুজনের মধ্যে রোনালদোকেই বেশি পছন্দ কোহলির। তবে মেসির কাছাকাছিও কাউকে রাখছেন না তিনি।
কোহলি আরও বলেন, 'ক্রিশ্চিয়ানো আমার দেখা সবচেয়ে সেরা ফুটবলার। ডান পা বা বাম পা, দুই পায়েই সে সমান দক্ষ। তার চেয়ে ভালো গোল স্কোরার আমি দেখিনি।
মেসির খেলা অন্যরকম। অবশ্যই সে ঈশ্বর প্রদত্ত প্রতিভার অধিকারী। তার সক্ষমতার কাছাকাছিও কেউ নেই। সে প্রতি মুহূর্তে খেলার মাঝে থাকতে পারে। তবে রোনালদোর ড্রাইভ তাকে সবার থেকে আলাদা করেছে।'