রশিদ-জার্ভিসদের ভিড়ে সাইফউদ্দিনের দাপট

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দাপুটে পারফর্ম করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশের এই পেস অলরাউন্ডার ছয় ইকোনমি রেটে সাতটি উইকেট তুলে নিয়েছেন। সেরা উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি।
শীর্ষ স্থানে থাকা আফগান স্পিনার মুজিব উর রহমানও নেন সাতটি উইকেট। কিন্তু সাইফউদ্দিনের চেয়ে ভালো গড় থাকায় শীর্ষস্থানে থাকছেন মুজিব। এই সিরিজে মুজিবের গড় ১৩, সাইফউদ্দিনের গড় ১৩.৭১।

সাইফউদ্দিনের সেরা বোলিং ফিগার ৩৩ রান খরচায় চার উইকেট। অপরদিকে মুজিবের সেরা বোলিং ফিগার ১৫ রান খরচায় চার উইকেট, যা সিরিজ সেরা বোলিং ফিগার।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের পেসার ক্রিস এমপফু। দুই ম্যাচে তিনি নিয়েছেন ছয় উইকেট। কমপক্ষে পাঁচ উইকেট নেয়া বোলারদের মধ্যে তাঁর গড় (১২) সিরিজ সেরা। আবার কমপক্ষে পাঁচ উইকেট নেয়া বোলারদের মধ্যে সাইফউদ্দিনের ইকোনমি রেটও (৬) সিরিজ সেরা।
তালিকার চতুর্থ স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ছয় উইকেট পেয়েছেন বিশ্বসেরা এই লেগস্পিনার। এমপফু ও রশিদের মতো ছয় উইকেট পেয়েছেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিসও। এমপফু ছাড়া সেরা পাঁচের বাকিরা সবাই খেলেছেন চারটি করে ম্যাচ।