সেরা পাঁচে মাহমুদউল্লাহ-সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এই তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ আছেন চতুর্থ স্থানে। সাকিব আল হাসানের অবস্থান পঞ্চম স্থানে।
ফাইনাল বৃষ্টির কারণে না হওয়ায় এই সিরিজে বাংলাদেশ, আফগানিস্তান এবং জিম্বাবুয়ে একই সংখ্যক ম্যাচ (৪ টি) খেলেছে। সদ্য ক্রিকেট থেকে অবসর নেয়া মাসাকাদজাও খেলেছেন চারটি ম্যাচ।

৩৩.২৫ গড়ে করেছেন ১৩৩ রান। ইনিংস সর্বোচ্চ রান ৭১। এই সিরিজে সবচেয়ে বেশি সংখ্যক চার (১২ টি) মেরেছেন তিনি।
দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। তিনিও মাসাকাদজার মতো ৩৩.২৫ গড় ও ১৩৪.৩৪ স্ট্রাইক রেটে ১৩৩ রান করেছেন। তাঁর ইনিংস সর্বোচ্চ রান ৬১।
তালিকার তৃতীয় স্থানে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। নবির সংগ্রহ ১৩০ রান। ইনিংস সর্বোচ্চ রান ৮৪*, যা এই সিরিজের ইনিংস সর্বোচ্চ সেরা সংগ্রহ। সিরিজে সর্বোচ্চ সংখ্যক ছক্কাও (১১) হাঁকিয়েছেন নবি।
চতুর্থ স্থানে থাকা মাহমুদউল্লাহ করেছেন ১২৬ রান। বাংলাদেশি এই অলরাউন্ডারের ইনিংস সর্বোচ্চ রান ৬২।
তালিকার পঞ্চম স্থানে থাকা সাকিব আল হাসান করেছেন ৯৬ রান। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। এই তালিকার সেরা পাঁচে থাকা প্রত্যেকেই খেলেছেন সমান চারটি করে ম্যাচ।