রশিদের সাফল্যের পেছনে ওয়ার্ন-মুরালিধরন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তিন ফরম্যাটেই দলটির সেরা পারফর্মার এই লেগ স্পিনার। ইতোমধ্যে বর্তমান সময়ের সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
বাংলাদেশের সফরেও দুর্দান্ত বোলিং অব্যাহত রেখেছেন রশিদ। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংসে ১১ উইকেট শিকার করেছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে তাঁর ঝুলিতে ৪ ম্যাচে ছয় উইকেট।

ত্রিদেশীয় সিরিজ শেষে রশিদ জানিয়েছেন, যেকোনো ফরম্যাটে সঠিক লাইন-লেন্থ মেনে বোলিং করলেই সাফল্য পাওয়া সম্ভব। এই শিক্ষাটি তাঁকে দিয়েছেন বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন এবং মুত্তিয়া মুরালিধরন। সেই উপদেশ মেনেই নিয়মিত সাফল্য পাচ্ছেন বলে জানিয়েছেন এই তারকা স্পিনার।
রশিদের ভাষ্যমতে, ‘আমি মুত্তিয়া মুরালিধরন এবং শেন ওয়ার্নের সঙ্গেও একই বিষয়ে কথা বলেছি। তারা দুজনই বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনার। তারা দুজনই আমাকে অভিন্ন পরামর্শ দিয়েছে। বলেছে যে নিজেকে কখনও পরিবর্তন না করি যেনো। আমি যেমন, ঠিক তেমনই করি যেন। সব পরিস্থিতিতেই শান্ত এবং গোছানো বোলিংয়ের পরামর্শই দিয়েছেন তারা। বোলিংয়ের গতি পরিবর্তন বা ভ্যারিয়েশনের চেষ্টা না করে, সঠিক লাইন ও লেন্থে বল ফেলার দিকেই বেশি মনোযোগের কথা বলেছেন তারা। আমিও মনে করি বোলিংয়ের ক্ষেত্রে এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
মাত্র তিনটি টেস্ট খেললেও ক্রিকেটের এই রাজসিক ফরম্যাটের ধাঁচ সহজেই আয়ত্ব করে নিয়েছেন রশিদ। টেস্টে ধৈর্য ধরে বোলিং করাকেই সাফল্য পাওয়ার কারণ হিসেবে উল্লেখ্য করেছেন আফগানিস্তানে এই অধিনায়ক।
তিনি বলেছেন, ‘টেস্ট ম্যাচের সময় আমার মাথায় একটা বিষয় ছিল যে, এমনও সময় আসতে পারে যে আমি হয়তো ২৫ ওভারেও কোনো উইকেট পাচ্ছি না। আবার এমনও হতে পারে যে এক ওভারে ২-৩ উইকেট পেয়ে গেলাম। তো এ জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে, আমি যেনো নিজের ওপর বেশি চাপ নিয়ে না ফেলি যে ২০-২৫ ওভারে কেনো কোনো উইকেট পেলাম না।’
রশিদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই বোঝা যায় দুই কিংবদন্তি স্পিনারের দেয়া উপদেশ অক্ষরে অক্ষরে পূরণ করছেন তিনি।