আফগানিস্তানের কাছ থেকে শেখার কিছু নেইঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ২২৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে প্রথম দেখায় রশিদ খানের দলের বিপক্ষে ২৮ রানের ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। যদিও শেষ ম্যাচে কঠিন লড়াই করে আফগানিস্তানকে ৩ উইকেটে হারায় সাকিব আল হাসানের দল।
এমন পারফরম্যান্সের পরও আফগানিস্তানের কাছ থেকে কিছু শেখার নেই বলে মনে করেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানিয়েছেন, নিজেদের ভুলের কারণেই আফগানিস্তানের বিপক্ষে লড়াই করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

'আমার মনে হয়না আফগানিস্তানের কাছ থেকে কিছু শেখার আছ। আমাদের ভুলের পরিমাণ বেশি ছিল। সেই কারণে রেজাল্টটা ভালো হয়নি।'
আফগানিস্তানের কাছ থেকে শেখার কিছু না দেখলেও তাদের লড়াকু ক্রিকেটের প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ। তবে আফগানদের বিপক্ষে ব্যর্থতার কারণ হিসেবে বাজে ক্রিকেট খেলাকেই দায়ী করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, 'তবে ওদের ক্রেডিট দিতে হবে, ওরা ভালো ক্রিকেট খেলেছে। একই সঙ্গে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি।'
বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়ানো তো দূরে থাক। টসই অনুষ্ঠিত হতে পারেনি। ফলে দুই দলকেই ট্রফি ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।