সেরাটা দিতে না পারলেও ভালো ক্রিকেট খেলেছিঃ সাকিব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পরও বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
এর ফলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর মতে টুর্নামেন্ট নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ দল। তারপরও তাঁর দল ভালো ক্রিকেট খেলে বলে দাবি বাংলাদেশ অধিনায়কের।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন, 'আজকে ম্যাচ হয়নি, এটা হতাশার। এটা খুব গুরুত্বপূর্ণ ফাইনাল ছিল। এই টুর্নামেন্টে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। তব ফাইনালে জায়গা করে নিয়েছি। আমরা ভালো ক্রিকেট খেলেছি।'
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাচ্ছেন সাকিব। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য বুধবারই দেশ ছাড়ার কথা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
নভেম্বরে ভারত সিরিজের আগে কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়ে দারুণ আনন্দিত সাকিব। সিপিএল শেষে ভারতের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সিপিএলে যোগ দেয়া প্রসঙ্গে সাকিব বলেছেন, 'সিপিএলে আমার ভালো অভিজ্ঞতা হবে। ভারত সিরিজের আগে কিছু ম্যাচ খেলার সময় পাচ্ছি। ভারত সিরিজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।'