শ্রীলঙ্কা যাচ্ছেন নান্নু-ডমিঙ্গো

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ 'এ' দলের খেলা পর্যবেক্ষণ করতে বুধবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে বিসিবি। দুজনই পুরো সফরে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে থাকবেন বলে জানা গেছে। চলতি এই সফরে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ 'এ' দল।

বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পরই তরুণ ক্রিকেটারদের উন্নতির ওপর জোর দিচ্ছেন ডমিঙ্গো। তারই ধারাবাহিকতায় 'এ' দলের খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করতে শ্রীলঙ্কা যাচ্ছেন তিনি।
বিসিবির একটি সূত্র বলেছে, 'আমরা পরবর্তী গ্রুপের খেলোয়াড়দের বের করে আনার চেষ্টা করছি এবং আমরা সম্ভাব্য সব ক্রিকেটারদেরই যাচাই করে দেখতে চাই। একারণেই আমরা তাদের পাঠাচ্ছি। তাদের একসঙ্গে কাজ করতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মেধাবীদের তুলে আনতে।'
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের প্রথম চার দিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) কাতুনায়েকেতে টসই অনুষ্ঠিত হয়নি বৃষ্টির কারণে। দ্বিতীয় দিনও একই কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।