ছিটকে গেলেন বুমরাহ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ শুনলো ভারত। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পেসার জসপ্রিত বুমরাহকে দলে পাচ্ছে না তারা। তাঁর বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার উমেশ যাদব।
প্রোটিয়াদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর বিশাখাপত্তনমে। সিরিজের শেষ দুই টেস্ট অনুষ্ঠিত হবে পুণে ও রাঁচিতে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, বুমরাহ পিঠের ইনজুরিতে ভুগছেন। ফলে সিরিজ থেকে ছিটকে গেছেন এই পেসার।
বুমরাহর ছিটকে যাওয়া নিঃসন্দেহে ভারতের জন্য বড় ধাক্কা৷। কারণ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। তাই এই পেসারের শূন্যতা ভোগাতে পারে ভারতকে।
বুমরাহর ইনজুরিতে সুযোগ পাওয়া যাদব এক বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর অস্ট্রেলিয়া সফরে। এরপর আর দলে জায়গা হয়নি তাঁর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য গত ১২ সেপ্টেম্বর দল ঘোষণা করে বিসিসিআই। দলে প্রথমবারের মতো ডাক পান শুভমন গিল। লোকেশ রাহুলকে বাদ দিয়ে গিলকে স্কোয়াডে নিয়েছেন ভারতের নির্বাচকরা।
ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক) মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা ( উইকেটরক্ষক ), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও শুভমন গিল।