পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে চায় পিসিবি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার দেখাদেখি অন্যান্য টেস্ট খেলুড়ে দলও দ্রুতই পাকিস্তান সফর করবে বলে আশাবা??ি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। তাঁর বিশ্বাস আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হবে বাংলাদেশও।
তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দীর্ঘ প্রায় দশ বছর পর পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২০০৯ সালে লাহোরে খেলতে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পড়ে সাঙ্গাকারা, জয়াবর্ধনেরা।

এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কম চেষ্টা করেনি পিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি আয়োজন করার ব্যাপারেও বেশ কিছুদিন থেকে চেষ্টা করে আসছে তারা। শেষ পর্যন্ত পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর পাকিস্তানে খেলতে রাজি হয় শ্রীলঙ্কা।
আগামী বছরের (২০২০) জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলেরও। ওয়াসিম খানের মতে পাকিস্তান সফর শেষে ইতিবাচক কথাই বলবে লঙ্কানরা। ফলে বাংলাদেশসহ বাকি দলগুলোও পাবে ইতিবাচক বার্তা। একই সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হবে তারা।
ওয়াসিম খান বলেন, 'দেখুন, শ্রীলঙ্কার সফরটিও অনেক গুরুত্বপূর্ণ কারণ মানুষকে প্রভাবিত করতে মুখের কথার চেয়ে কোন কিছুই খুব বেশি কার্যকর নয়। উপলব্ধি এবং বাস্তবতার মাঝে বিস্তর ফারাক রয়েছে এবং ইনশাল্লাহ শ্রীলঙ্কার খেলোয়াড়রা যখন পাকিস্তান থেকে ফিরবে, তারা অবশ্যই ইতিবাচক কথা বলবে নিরাপত্তা প্রসঙ্গে।'
বাংলাদেশের পাশাপাশি ২০২২ সালে অস্ট্রেলিয়ার সফর নিয়েও আশাবাদী ওয়াসিম। তাঁর ভাষ্যমতে, 'আসন্ন ম্যাচগুলো পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর একটি পরীক্ষা স্বরূপ। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার কেভিন রবার্টস এবং শন কোনেল পাকিস্তানে এসেছিল। তারা অনেক সন্তুষ্ট এখানকার নিরাপত্তা নিয়ে। আমরা আশা করি ২০২২ সালে অস্ট্রেলিয়া পাকিস্তানে খেলতে আসবে (সূচি অনুসারে)।'
আইসিসির এফটিপি অনুসারে আগামী বছরের শুরুতেই পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশের। এই সফরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে সাকিব তামিমদের।