promotional_ad

শ্রীলঙ্কায় সৌম্য-মুমিনুলদের ম্যাচ পরিত্যক্ত

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের প্রথম চার দিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কাতুনায়েকেতে ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে হয়নি। দ্বিতীয় দিনও একই কারণে খেলা হয়নি। এরপর ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেয় কর্তব্যরত আম্পায়াররা। 


এই সিরিজে অধিনায়ক হিসেবে আছেন মুমিনুল হক। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও আছেন এই দলে। অবশ্য স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে যাননি শান্ত।



promotional_ad

চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে 'এ' দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এছাড়া জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজকেও রাখা হয়েছে এই দলে।


'এ' দলে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে তিনজনকে। নুরুল হাসান সোহান, জহুরুল ইসলাম অমি এবং এনামুল হক বিজয় আছেন এই দলে। মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেনরাও এই দলে জায়গা পেয়েছেন।


শ্রীলঙ্কায় আরও একটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ 'এ' দল। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচটি।



বাংলাদেশ 'এ' দলঃ মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন সাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball