পূর্ণকালীন কোচ হতে চান রাজিন সালেহ

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ পূর্ণকালীন কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেট বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিন।
সিলেট বিভাগের দায়িত্ব পাওয়ায় বেশ রোমাঞ্চিত রাজিন। নতুন এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। তবে এক মৌসুমের জন্য নয়, বরং পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব পেতে চান তিনি।
ক্রিকফ্রেঞ্জিকে রাজিন সালেহ বলেন, 'আসন্ন এনসিএলে সিলেট বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি আসলেই অনেক রোমাঞ্চিত। আমি এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। তবে আমি পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব পেতে আগ্রহী। ক্রিকেটের সঙ্গে আমি সম্পৃক্ত আছি গত ২২ বছর ধরে এবং আমি এনসিএলে আমার অভিজ্ঞতা সিলেটের ড্রেসিংরুমে শেয়ার করতে চাই।'

২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট এবং ৪৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রাজিন সালেহ। মাত্র ১৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে দেশের ক্রিকেটের অন্যতম প্রতিভাবান এই ব্যাটসম্যানের।
২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের ১২তম সদস্য ছিলেন তৎকালীন কোচ ডেভ হোয়াটমোরের এই প্রিয় শিষ্য। ধৈর্যসহকারে ব্যাটিংয়ে পারদর্শী রাজিন ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন। সেবার নিয়মিত অধিনায়ক হাবিবুল বাশার আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন।
প্রতিভাবান এই ব্যাটসম্যান ধারাবাহিকতার অভাবে খুব বেশিদিন খেলতে পারেননি জাতীয় দলে। ২৪টি টেস্টে ২৫.৯৩ গড়ে এক হাজার ১৪১ রান করা রাজিনের রয়েছে ৭টি হাফসেঞ্চুরি। এছাড়াও ৪৩ ওয়ানডেতে ২৩.৯২ গড়ে এক হাজার ৫ রান করেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে একটি সেঞ্চুরি এবং ৬টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রাজিন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সেই ম্যাচটিই ছিল তাঁর সর্বশেষ।