আর্চার এখনো সেরাটা দেয়নিঃ মরগান

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মূল কাণ্ডারিদের একজন ছিলেন পেসার জফরা আর্চার। এরপর অ্যাশেজে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করাতেও ভূমিকা রাখেন তিনি। তারপরেও আর্চার এখনো নিজের সেরাটা দিতে পারেননি বলে মনে করছেন সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের দলপতি ইয়ন মরগান।
গেল বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ২০ উইকেট নেন আর্চার। চোখে লেগে থাকার মতো পারফর্ম করে দলকে শিরোপা এনে দেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সুপার ওভারও করেছিলেন জ্যামাইকায় জন্ম নেয়া এই ক্রিকেটার।

বিশ্বকাপ শেষ হলে অ্যাশেজ সিরিজে অভিষেক হয় আর্চারের। অ্যাশেজে চার টেস্ট খেলে তিনি নেন ২২ উইকেট। এ ছাড়া পুরো অ্যাশেজের কেন্দ্রবিন্দুই যেন ছিল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে তাঁর দ্বৈরথ।
এতো কিছুর পরও মরগানের ক্ষুধা মেটাতে পারেননি আর্চার। ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়কের মতে, সামনে আরও ভালো পারফর্ম করবেন আর্চার।
সম্প্রতি মরগান বলেন, 'জফরা অবশ্যই এক্স ফ্যাক্টর। তার দ্রুতগতির বোলিং দেখতে দারুণ লাগে। সে যেকোনো পরিকল্পনায় বল করতে পারে , যেকোনো অবস্থায় বোলিং করতে পারে এবং যেকোনো ফরম্যাটেই মানিয়ে নিতে পারে।
তার সামনে যত বাধা আসুক, সে সেটা পার করবেই। তার সেরাটা এখনো দেখিনি আমরা। সে এখনো শিখছে।'