promotional_ad

ফাইনালে সাকিবদের সম্ভাব্য একাদশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ। 


গত ম্যাচে রশিদ খানদের ৩ উইকেটে হারিয়ে আফগান জুজু কাটিয়েছে সাকিব আল হাসানদের দল। তাই উইনিং কম্বিনেশন ঠিক রাখতে আগের দল নিয়েই ফাইনাল খেলার সম্ভাবনা আছে স্বাগতিকদের।  


জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে বাঁহাতের ইনজুরিতে পড়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব পুরোপুরি সুস্থ না হওয়ায় আজও খেলবেন না বলে ইঙ্গিত দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। 



promotional_ad

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিপ্লবের বাঁহাতে দুই থেকে তিনটি সেলাই পড়েছে। যদিও সেটা তার বোলিংয়ের হাত নয়, তবে আমরা ইনজুরি আক্রান্ত কাউকে খেলাতে পারিনা। কারণ সে ক্যাচ লুফে নিতে ব্যর্থ হতে পারে কিংবা আরো বেশি চোট পেতে পারে।'


বিপ্লব না খেললে সেক্ষেত্রে যথারীতি সাব্বির রহমানই থাকবেন একাদশে। বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম থাকলেও পরিবর্তন আসতে পারে আফগানিস্তান শিবিরে। চোটের কারণে ফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তায় আছেন দলটির অধিনায়ক রশিদ খান। 


বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে চোটের কবলে পড়েন তারকা এই লেগ স্পিনার। পরবর্তীতে জানা যায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে সুস্থ হতে তিন দিন সময় লাগবে আফগান দলপতির। যদিও রশিদের বিশ্বাস তিনি না খেলতে পারলেও তার বিকল্প খেলোয়াড়ের অভাব নেই দলে। 


ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের বিকল্প আছে। আমাদের মুজিব, নবি ও বাঁহাতি স্পিনার এবং ভালো অলরাউন্ডার শরাফ আছে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।’  



রশিদ যাই বলুন না কেন দলের অন্যতম সেরা পারফর্মারকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাইবে না আফগানিস্তান। রশিদ খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে আসতে পারেন ২৪ বছর বয়সী অফ স্পিন অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। তবে এবার সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে তাঁর।    


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম ও  মুস্তাফিজুর রহমান।
 
আফগানিস্তান একাদশ (সম্ভাব্য): হজরতউল্লাজ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শফিকউল্লাহ, গুলবাদিন নাইব, রশিদ খান/ শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, নাভিন-উল হক ও মুজিব উর রহমান।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball