promotional_ad

আমাদের মাঠ না থাকলেও মেধা আছেঃ রশিদ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আফগানিস্তানের ক্রিকেটারদের প্রকৃতিপ্রদত্ত মেধা আছে বলে মনে করেন রশিদ খান। এই কারণেই নিজস্ব মাঠ না থাকলেও আফগানিস্তান থেকে নিয়মিত প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসছে বলে ধারণা তাঁর।


ক্রিকেট খেলার জন্য আফগানিস্তানের ক্রিকেটাররা ঘরের মাঠে যথেষ্ঠ সুযোগ সুবিধা পাচ্ছে না বলে জানিয়েছেন রশিদ। যুদ্ধ বিধ্বস্ত দেশটি তাই ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে।



promotional_ad

এ প্রসঙ্গে রশিদ বলেছেন, ‘এটা শুধু এই কারণে যে তারা খেলাটা ভালোবাসে। প্রকৃতিপ্রদত্ত মেধা আছে এখানে, যা আমার মনে হয় অধিকাংশ দেশেরই নেই। আমাদের যথেষ্ট সুযোগ-সুবিধা নেই, আমাদের মাঠও নেই সেখানে (আফগানিস্তানে)। কিন্তু প্রকৃতিপ্রদত্ত মেধাগুলো বেরিয়ে আসছে।’


চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছিল আফগানরা। তবে শেষ দুই ম্যাচেই হেরেছে দলটি। এমন পারফরম্যান্সের পরও রশিদ মনে করেন তাঁর দল স্বভাবজাত খেলাটাই খেলছে। রশিদের ধারণা স্বভাবজাত খেলা এবং ভালো খেলার আকাঙ্ক্ষার জন্যই তরুণরা ভালো করছেন।


রশিদের ভাষ্যমতে, ‘ব্যাটিংয়ের দিক থেকে, বোলিংয়ের দিক থেকে কিংবা ফিল্ডিংয়ে তারা (বর্তমান দল) স্বভাবজাত খেলাটাই খেলছে। তাই এ মুহূর্তে আমাদের কিছু একাডেমি হয়েছে। তরুণ খেলোয়াড়রা অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে এখন। আসল কারণটাই হচ্ছে ছেলেদের স্বভাবজাত খেলা এবং ভাল করার আকাঙ্ক্ষা।’



মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবেন রশিদরা। এই ম্যাচেও স্বভাবজাত ক্রিকেট খেলে জয় তুলে নিতে চান তিনি। চট্টগ্রামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করলেও ফাইনালে তাঁরা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন রশিদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball