promotional_ad

ভারতে বিফলে গেল মাহিদুলের লড়াই

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৯ রানে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।


বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২২ ওভারে বিনা উইকেটে ১১৪ রান করে ভারত। বৃষ্টি আইনে ২২ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসানের দল গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। শেষ পর্যন্ত একাই লড়াই করেছেন মাহিদুল ইসলাম।


লক্ষ্মৌতে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দৃঢ়তায় উড়ন্ত সূচনা পায় ভারত। ভারতের ইনিংসের ১৮তম ওভারে হানা দেয় বৃষ্টি। এরপর খেলা শুরু হলেও ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২২ ওভারে।


বৃষ্টির পর ভারত ৪ ওভার ব্যাটিং করলেও তাদের ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ হন বাংলাদেশের বোলাররা। ৬৩ বলে ৭ চারে ৫৩ রানের ইনিংস খেলেন ভারত অনূর্ধ্ব-২৩ দলের ওপেনার ভুপেন্দ্র জয়সাল।



promotional_ad

আরেক ওপেনার আরিয়ান জুয়াল করেন ৬৯ বলে ৫ চারে ৫১ রান। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।


দলীয় ১৯ রানের মধ্যেই শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পরে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই বিপর্যয় থেকে বের হতে পারেনি সাইফ হাসানের দল। দলীয় ৫৬ রানে ৭৪ ব্যাটসম্যানের বিদায়ের পর বাংলাদেশের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়।


এই সাতজনের মধ্যে দুই অঙ্কে পৌঁছুতে পেরেছেন কেবল আরিফুল হক। তিনি একটি করে ছক্কা ও চারে করেন ২৩ রান। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে পরাজয়ের ব্যবধান কমান মাহিদুল।


শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩৮ বলে চার ছক্কা ও তিন চারে করেন ৫০ রান। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে একই মাঠে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোর:



ভারত অনূর্ধ্ব-২৩ দল: ১১৪/০ (২২ ওভার) (জয়সাল ৫৩*, জুয়াল ৫১*)


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ১২৪/১০ (২১.৪ ওভার) (আরিফুল ২৩, মাহিদুল ৫০; শেঠ ৩/১১, হৃত্বিক ২/২১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball