আমার বিকল্প আফগানিস্তান দলে আছেঃ রশিদ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মঙ্গলবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তায় আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। তবে আফগান দলপতির বিশ্বাস, তিনি না খেললেও তার উপযুক্ত বিকল্প আছে তাদের দলে।
বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে চোট পান রশিদ। বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ নবির করা পঞ্চম বলটি কাট করে রানের জন্য দৌড়াচ্ছিলেন মুশফিকুর রহিম। মিড উইকেটে ফিল্ডিং করা রশিদ খান বলের পেছনে দৌড় শুরু করেন। তবে কিছু দূর দৌঁড়ে মাঠের মধ্যেই পড়ে যান তিনি।

কিছুক্ষণ পর উঠে দাঁড়ালে ব্যথা অনুভব করায় মাঠের বাইরে চলে যান রশিদ। এরপর ১২তম ওভারের আগে মাঠে ফেরেন আফগান অধিনায়ক। যদিও স্বাচ্ছন্দ্যে ছিলেন না তিনি। পরবর্তীতে জানা যায়, পুরোপুরি সুস্থ হতে তিন দিন সময় লাগবে আফগান দলপতির।
ফাইনালে খেলতে না পারলেও দলের ওপর তেমন প্রভাব পড়বে না বলে বিশ্বাস করেন রশিদ। দলে তাঁর বিকল্প খেলোয়াড়ের অভাব নেই উল্লেখ আফগান অধিনায়ক বলেন, ‘আমাদের বিকল্প আছে। আমাদের মুজিব, নবি ও বাঁহাতি স্পিনার এবং ভালো অলরাউন্ডার শরাফ আছে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।’
পুরোপুরি সুস্থ না হলেও দেশের হয়ে খেলতে চান রশিদ। তাই এখনই নিশ্চিত করে কিছু জানাননি তিনি। ফিট হওয়ার অপেক্ষায় থাকা রশিদের বক্তব্য, ‘এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। আজ এবং কাল এটা নিয়ে কিছু কাজ করেছি। আশা করছি এটা কার্যকর হবে। কী ঘটে আমরা দেখব এবং আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ১১ উইকেট শিকার করেন রশিদ। এরপর চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও বল হাতে উজ্জ্বল পারফর্ম করেছেন তিনি। ৪ ম্যাচে ৭.২০ ইকোনমি রেটে ৬ উইকেট শিকার বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার।