বাংলাদেশ সফরে অনেক প্রাপ্তি আফগানিস্তানের
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ সফর থেকে অনেক ইতিবাচক ধারণা নিয়ে যাবে আফগানিস্তান, এমনটাই মনে করেন দলটির অধিনায়ক রশিদ খান। বাংলাদেশ সফরে অনেক তরুণ আফগান ক্রিকেটারই ভালো পারফরম্যান্স করেছেন। বাংলাদেশ সফরে এটাকেই প্রাপ্তি ভাবছেন তিনি।
বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ইব্রাহিম জাদরান এবং আফগানিস্তানের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানো রহমত শাহর ব্যাটিং মুগ্ধ করেছে রশিদকে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের পেছনে আসগর আফগানেরও বড় অবদান ছিল বলে মনে করেন রশিদ।

এ প্রসঙ্গে আফগান অধিনায়ক বলেছেন, ‘আমাদের অনেকগুলো ইতিবাচক দিক আছে। আমরা অনেক ইতিবাচক বিষয় এখান থেকে নিয়ে যাব। বিশেষত, অভিষেক হওয়া ছেলেটি ইব্রাহিম খুবই ভাল খেলেছে। রহমত শাহ আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকানোয় আমরা বেশ সন্তুষ্ট। আসগর আফগানেরও এই টেস্টে দারুণ অবদান ছিল।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় লেগ স্পিনার কাইস আহমেদ এবং চায়নাম্যান বোলার জহির খানের। দুজনই প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পেরেছেন বলে মনে করেন রশিদ।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছেন বাঁহাতি পেসার ফরিদ আহমেদ। সেই ম্যাচে ২ উইকেট শিকার করেন তিনি। এরপর জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলা হয়নি ফরিদের। বংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে খেলেছেন আরেক পেসার নবীন উল হক। তাঁর বোলিংয়েরও প্রশংসা করেছেন রশিদ।
আফগান অধিনায়কের মতে, ‘অনেকগুলো ইতিবাচক বিষয় আমরা নিতে পারি, কাইস আহমেদের ভাল একটি অভিষেক হলো, জহির খানেরও অভিষেক হয়েছে। বাঁহাতি পেসার ফরিদ মালিকও দারুণ করেছে। সর্বশেষ ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা নবীন উল হক ভালো করেছে। সে শুধু ভাল বোলারই নয়, ভালো ফিল্ডারও।’