অক্টোবরে মাঠে গড়াচ্ছে জাতীয় লিগ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথম বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেটের নতুন মৌসুমের (২০১৯-২০) দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ।
ওয়ানডে ফরম্যাটের খেলা শুরু হবে আগামী ৩০ অক্টোবর। তৃতীয় বিভাগ ক্রিকেট শুরু হবে ২০ অক্টোবর থেকে। তবে লংগার ভার্সনের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) কবে শুরু হচ্ছে, তা এখনও নিশ্চিত করেনি বিসিবি।

যদিও বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। বরাবরের মতোই এবারের আসরও অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ভেন্যুতে।
লঙ্গার ভার্সন ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসের শেষেই শুরু হবে খেলোয়াড়দের বিপ টেস্ট। জাতীয় লিগের গত মৌসুমের শিরোপা জিতেছিল রাজশাহী বিভাগ।
এবার থেকে জাতীয় দলের খেলোয়াড়দের জাতীয় লিগে খেলা বাধ্যতামূলক করতে যাচ্ছে বিসিবি। দেশের কোনো খেলা না থাকলে জাতীয় দলের খেলোয়াড়দের অবশ্যই এই লিগে খেলতে হবে।
আগামী কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত জানাতে যাচ্ছে বিসিবি। এর ফলে জাতীয় লিগে নিয়মিত খেলা বেশ কিছু ক্রিকেটারকে বাদও পড়তে হতে পারে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিদ্ধান্তের ভার বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে ছেড়ে দিয়েছে বিসিবি। তাদের মতামত নিয়েই ১৫ সদস্যের দল চূড়ান্ত করবেন বিসিবির নির্বাচকরা।