promotional_ad

ফাইনালে খেলা হচ্ছে না বিপ্লবের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার সম্ভাবনা নেই তরুণ লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লবের। আফগানিস্তানের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে মাঠে নামার আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন এমনটাই। 


ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পুরোপুরি ফিট একাদশ নিয়ে খেলতে ইচ্ছুক বাংলাদেশ দলের নবনিযুক্ত হেড কোচ ডমিঙ্গো। সেই কারণেই বাঁহাতে চোট পাওয়া বিপ্লবকে খেলানোর পক্ষে নন তিনি। 



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই চোটের কবলে পড়েন তরুণ লেগ স্পিন অলরাউন্ডার। জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার একটি শট বাঁহাত দিয়ে থামাতে গিয়ে চোট পান তিনি। পরবর্তীতে হাতে তিনটি সেলাই পড়ে তার। 


সেই সেলাই নিয়েও আফগানিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচের আগে অনুশীলনে নামেন এই ১৯ বছর বয়সী তরুণ। যদিও রশিদ খানদের বিপক্ষে আগের ম্যাচে খেলা হয়নি তার। এবার ফাইনালেও খেলা হচ্ছে না তার। 


প্রোটিয়া কোচ ডমিঙ্গো সংবাদ সম্মেলনে বলেন, 'এটি কঠিন একটি কাজ। তার বাঁহাতে দুই থেকে তিনটি সেলাই পড়েছে। যদিও সেটা তার বোলিংয়ের হাত নয়, তবে আমরা ইনজুরি আক্রান্ত কাউকে খেলাতে পারিনা। কারণ সে ক্যাচ লুফে নিতে ব্যর্থ হতে পারে কিংবা আরো বেশি চোট পেতে পারে। এটাই আমাদের চিন্তার কারণ। আমি সবসময় শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজাতে চাই। আমি মনে করি বিপ্লবের পরিবর্তে দলে নেয়ার মতো আমাদের অনেক খেলোয়াড় আছে। আমি তাকে শেষ ম্যাচে খেলতে দেখিনি।'



ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এই ম্যাচ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball