ফাইনালের জন্য বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের জন্য স্কোয়াড অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর স্কোয়াডে চারটি পরিবর্তন এনেছিল বিসিবি।
ফলে ১৪ জনের স্কোয়াড দাঁড়িয়েছিল ১৫ জনে। এবার সেই স্কোয়াডই অপরিবর্তিত রেখেছে বিসিবি। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। সেই ম্যাচেই বাঁহাতে চোট পান তিনি। এর ফলে তাঁর হাতে তিনটি সেলাই দিতে হয়েছে।

এই কারণে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁর খেলা হয়নি। ফাইনালেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে ফাইনালের জন্য তাঁকে স্কোয়াডে রেখে দিয়েছে বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বিপ্লবকে ব্যান্ডেজ নিয়েই বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছিল। তবে তাঁকে ম্যাচের একাদশে রাখা হয়নি। তাঁর বদলে খেলানো হয় সাব্বির রহমানকে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রশিদ খানের দলকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম,মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।