১১ বছর পরও ভুল খুঁজে ফিরছেন ইমরুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর কেটে গেছে ইমরুল কায়েসের। লম্বা এই সময়ে জাতীয় দলের ভরসার প্রতীক হয়ে উঠতে পারতেন বাঁহাতি এই ওপেনার। কিংবা অন্যসব গড়পড়তা ক্রিকেটারদের মতো হারিয়েও যেতে পারতেন তিনি।
কোনোটাই হয়নি, ইমরুল হারিয়ে যাননি কিংবা জাতীয় দলে থিতুও হতে পারেননি। বছরের পর বছর ধরে দলে আসা-যাওয়ার অদ্ভুত এক প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার করে দেয়ার পরও তিনি নিজের ভুল খুঁজে বের করার চেষ্টায় আছেন।

অন্য কারো অফ ফর্ম কিংবা ইনজুরিতে দলে ডাক মেলে ইমরুলের। এই নির্মম সত্যিটাই মেনে নিয়েছেন তিনি। তাই সময়ের সঙ্গে পাল্লা দিতে নিজেকে প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন অভিজ্ঞ এই ওপেনার।
এ প্রসঙ্গে ইমরুল বলেছেন, ‘ব্যাটিং আসলে কয়েকদিন থেকেই করছি। দুটি দিন পর আবার ব্যাটিং করলাম। ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। আগে যে ভুলগুলো ছিল, সমস্যা ছিল সেগুলো খুঁজে বের করার এবং সমাধান করার চেষ্টা করছি।’
ইমরুল মনে করেন এখনও তাঁর উন্নতির জায়গা আছে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। তবে জাতীয় দলে জায়গা পাওয়া যে চ্যালেঞ্জিং, সেটা মেনে নিচ্ছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশ দলের সাম্প্রতিক পরিবর্তগুলোও হিসাবে রেখেছেন তিনি।
ইমরুল বলছেন, ‘প্রত্যেক জায়গায় উন্নতির সুযোগ আছে, সেটা করার চেষ্টা করছি। বাংলাদেশ দলে জায়গা পাওয়া চ্যালেঞ্জিং, এটা তো সবাই জানে। ওপেনার অনেক এসেছে, পরিবর্তন এসেছে। এটি সহজ জায়গা না।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের বিবেচনায় ছিলেন ইমরুল। তবে তাঁর ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ম্যাচটি খেলা হয়নি তাঁর।