promotional_ad

ক্রিকেটের চেয়ে পরিবার আগেঃ ইমরুল

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেতে পারতেন ২০১৮ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা ইমরুল কায়েস। কিন্তু দুর্ভাগ্যবশত নিজের ছেলের অসুস্থতার কারণে এই সিরিজে খেলা হয়নি তাঁর। 


টেস্টে ফেরার সুযোগ ভেস্তে গেলেও এ নিয়ে আক্ষেপ নেই ইমরুলের। খেলার চেয়ে পরিবারকেই বড় করে দেখার পক্ষে তিনি। ছেলের ডেঙ্গু রোগের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার আগে এমনটাই জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।



promotional_ad

এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত আমি আসলে মাঠে ফিরতে পারছি না। সবার আগে আসলে পরিবার, নিজের বাচ্চা। কোচের সঙ্গেও কথা বলেছি। সে আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে অনেক। সে বলেছে যেহেতু পরিবার আগে, ক্রিকেট খেলা জীবনে অনেক আসবে। আগে তোমার পরিবার দেখ।’


ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত মাঠে ফেরা সম্ভব হচ্ছে না ইমরুলের। এই ব্যাপারে কোচের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। যা ইমরুলকে কিছুটা হলেও মানসিক শক্তি দিচ্ছে। 


বাংলাদেশ দলে ফেরার ব্যাপারে ইমরুল বলেন, ‘প্রত্যাশা তো সব সময় থাকে বাংলাদেশ দলে খেলার। আমি যখনই অনুশীলন করি, তখন জাতীয় দলে খেলার লক্ষ্য থাকে। সুযোগ এসেছিল অনেক দিন পরে টেস্ট দলে ঢোকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলে অসুস্থ, এখনও সে অসুস্থ। আমি ওকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছি চিকিৎসার জন্য।’



এর আগে তামিম ইকবালের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে ইমরুলের প্রতি আস্থা রাখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ইমরুলের ছেলে অসুস্থ থাকায় তাঁকে ছাড়াই দল নির্বাচন করতে হয়েছে নির্বাচকদের। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘ইমরুলকে নিয়ে আমরা চিন্তা করেছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে অসুস্থ হওয়াতে দলে নেওয়া যায়নি। সে হাসপাতালে আছে, ওর ছেলের ডেঙ্গু হয়েছে। এই কারণে সে এখন ক্যাম্পেও নেই। অনুশীলনেও নেই।’


বাংলাদেশের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন ৩২ বছর বয়সী ইমরুল। যেখানে ২৫.৩৭ গড়ে এক হাজার ৭৭৬ রান করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরির মালিক এই বাঁহাতি ওপেনার। ৭৮ ওয়ানডেতে ৩২.০২ গড়ে ২ হাজার ৪৩৪ রান করেছেন ইমরুল। এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি এবং ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball