promotional_ad

সেই ক্রাইস্টচার্চে আবারও বাংলাদেশ

ক্রাইস্টচার্চ ২০১৮, ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের স্মৃতি এখনো ভোলেননি তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। গত বছর নিউজিল্যান্ড সফরে গিয়ে দুঃসহ স্মৃতি নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রার্থনারত ৪৯ জন মুসল্লি।


হ্যাগলি ওভাল মাঠের অদূরে আল-নূরে মসজিদে শুক্রবারের নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। তবে মসজিদে প্রবেশের আগেই তাঁরা গোলাগুলির খবর পেয়ে দৌঁড়ে নিজেদের রক্ষা করেন।


এবার দুঃসহ স্মৃতিময় ক্রাইস্টচার্চে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেখানে যাচ্ছে বাংলাদেশের যুবারা।


পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বার্ট সাটক্লিফ ওভালে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।


২ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৯ অক্টোবর। আগামী ১৩ অক্টোবর সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।



promotional_ad

এই সিরিজে খেলতে সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে। সিরিজ শেষে আগামী ১৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের যুবাদের।


সিরিজ সূচি:


২৫ সেপ্টেম্বর, ২০১৯: ক্রাইস্টচার্চে পৌঁছাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।


২৭ সেপ্টেম্বর, ২০১৯: প্রস্তুতি ম্যাচ


২৯ সেপ্টেম্বর, ২০১৯: প্রথম ওয়ানডে- বার্ট সুটক্লিফ ওভাল, লিঙ্কন ইউনিভার্সিটি, ক্রাইস্টচার্চ।


২ অক্টোবর, ২০১৯: দ্বিতীয় ওয়ানডে- বার্ট সুটক্লিফ ওভাল, লিঙ্কন ইউনিভার্সিটি, ক্রাইস্টচার্চ।



৬ অক্টোবর, ২০১৯: তৃতীয় ওয়ানডে-  বার্ট সুটক্লিফ ওভাল, লিঙ্কন ইউনিভার্সিটি, ক্রাইস্টচার্চ।


৯ অক্টোবর, ২০১৯: চতুর্থ ওয়ানডে:  বার্ট সুটক্লিফ ওভাল, লিঙ্কন ইউনিভার্সিটি, ক্রাইস্টচার্চ।


১৩ অক্টোবর, ২০১৯: পঞ্চম ওয়ানডে-  বার্ট সুটক্লিফ ওভাল, লিঙ্কন ইউনিভার্সিটি, ক্রাইস্টচার্চ।


১৪ অক্টোবর, ২০১৯: দেশের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball