আকবরদের নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিয়মিত অধিনায়ক আকবর আলী নেতৃত্বে রেখে সিরিজটির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ সদস্যের স্কোয়াডের বাইরে ৬ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। স্ট্যান্ড বাই হিসেবে আছেন অমিত হাসান প্রান্তিক, নওরোজ নাবিল, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ শাহিন আলম ও মিনহাজুর রহমান মোহান্না।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। সিরিজটির জন্য সূচিও ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। সূচি অনুসারে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে সিরিজটি।
চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে ২৭ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। এরপর ২৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ২, ৬, ৯ এবং ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামিম হোসেন, অনিক সরকার ও হাসান মুরাদ।
স্ট্যান্ড বাই: অমিত হাসান প্রান্তিক, নওরোজ নাবিল, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ শাহিন আলম ও মিনহাজুর রহমান মোহান্না।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: কোনোর অ্যানসেল, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, উইলিয়াম ক্লার্ক, হেডেন ডিকসন, জোয়ে ফিল্ড, ডেভিড হ্যানকক, রায়ান জ্যাকসন, ফার্গাস লেলমান, জক ম্যাকেঞ্জি, রিহস মারিউ, বেন পোমারে, টিম প্রিঙ্গল, কুইন সান্ডে, জেসি ট্যাশঅফ, ডিভান ভিশভাকা, অলি হোয়াইট এবং থমাস জোহরাব।